ইয়াসমিন হত্যা দিবস : গণপরিবহনে নারীর নিরাপত্তা চেয়ে মানববন্ধন

Estimated read time 1 min read
Ad1

ধর্ষণ ও নির্যাতনের বিচার এবং গণপরিবহনে নারীর নিরাপত্তা চেয়ে ইয়াসমিন হত্যা দিবস উপলক্ষে মানববন্ধন করেছে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম।

বুধবার (২৪ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন করে সংগঠনটি।

সভাপতির বক্তব্যে সমাজতান্ত্রিক মহিলা ফোরামের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক রুখশানা আফরোজ আশা বলেন, রাজধানীতে গণপরিবহনে গত ছয় মাসে ৬৩ দশমিক ৪ শতাংশ নারী যৌন হয়রানির শিকার হয়েছেন। গত এক মাসে কয়েকটি ধর্ষণের খবর পত্রিকাতেই এসেছে।

গণপরিবহনে নিরাপত্তা না থাকলে নারীর অগ্রযাত্রা ব্যাহত হবে। কিন্তু নারীর জন্য নিরাপদ গণপরিবহনের দাবি বারবার অবহেলিত হচ্ছে সরকার ও রাষ্ট্রের পক্ষ থেকে। এমনকি গণপরিবহনে ঘটে যাওয়া কোনো নির্যাতনের উল্লেখযোগ্য কোনো বিচারও পরিলক্ষিত হচ্ছে না।

উপস্থিত বক্তারা বলেন, নারী-শিশু নির্যাতন-ধর্ষণ-হত্যা এসব অপরাধের বিচার না হওয়ার ক্ষেত্রে একটি বড় কারণ অপরাধীদের সরকার ও প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠতা ও ক্ষমতাকেন্দ্রিক রাজনীতি। অর্থ ও ক্ষমতার শক্তি দিয়ে এরা সব অপরাধ থেকে পার পেয়ে যায়। মাদক, পর্নোগ্রাফি, নারী শিশু পাচার নির্যাতন-ধর্ষণ-হত্যা এসব অপরাধমূলক ঘটনার ক্ষেত্রে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের যুক্ত থাকার খবর প্রায়ই সামনে আসে। ক্ষমতায় থাকলে যেকোনো অপরাধ করে পার পাওয়া যাবে, এই তাদের মনোভাব ও বাস্তবতা। যেখানে আইনের শাসন ও ন্যায়বিচার নেই, সেখানে নারী-শিশু নির্যাতন বাড়বে এটাই স্বাভাবিক।

১৯৯৫ সালের ২৩ আগস্ট ইয়াসমিন ঢাকা থেকে বাড়ি ফেরার পথে রাতে পুলিশ কর্তৃক ধর্ষণ ও হত্যার শিকার হন। পরদিন দিনাজপুরে প্রতিবাদ মিছিলে পুলিশ গুলি চালিয়ে হত্যা করে কয়েকজন আন্দোলনকারীকে।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours