চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীর বিরুদ্ধে নাশকতার অভিযোগে মামলা করেছে প্রশাসন। অভিযুক্ত শিক্ষার্থীর নাম জোবায়ের হোসেন সোহাগ। তিনি আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
বুধবার (২৪ আগস্ট) রাত ৮টার দিকে ওই শিক্ষার্থীকে পুলিশের কাছে সোপর্দ করে প্রক্টরিয়াল বডি। প্রায় ৮ ঘণ্টা প্রক্টর অফিসে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে সিএনজি চালকদের সিন্ডিকেটের বিরুদ্ধে চলমান সমস্যার প্রতিবাদ জানিয়ে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে অবস্থান কর্মসূচি পালন করে কিছু শিক্ষার্থী।
বিষয়টি প্রশাসনের দৃষ্টিগোচর হলে অবস্থানকারীদের প্রক্টর অফিসে ডাকা হয়৷ তাদের সঙ্গে সহকারী প্রক্টররা কথা বলেন। এর মধ্যে একজনের আচরণে কিছুটা অস্বাভাবিকতা লক্ষ্য করেন বলে জানান সহকারী প্রক্টররা।
পরে তাকে আলাদা করে জিজ্ঞাসাবাদ করা হয়। এসময় তার সঙ্গে থাকা মোবাইল ও ডায়েরিতে থাকা তথ্যে নাশকতার আলামত খুঁজে পাওয়া যায় বলে জানান প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া।
মামলার বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ও নাশকতার অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা প্রধান শেখ মো. আব্দুর রাজ্জাক বাদী হয়ে হাটহাজারী থানায় একটি মামলা দায়ের করেছেন।
+ There are no comments
Add yours