‘শেষ পর্যন্ত’ লড়াই করব: জেলেনস্কি

Estimated read time 1 min read
Ad1

টানা ছয় মাসেরও বেশি সময় ধরে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। হামলা শুরুর পর থেকে সামরিক-বেসামরিক প্রাণহানি ও অবকাঠামোগত ভাবে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে ইউক্রেন।

তবে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলছেন, রাশিয়ার বিরুদ্ধে ‘শেষ পর্যন্ত’ লড়াই করবে ইউক্রেন। এছাড়া স্বাধীনতা দিবস উদযাপনের দিনে ইউক্রেনের একটি রেলস্টেশনে ভয়াবহ রুশ হামলার কথাও জানিয়েছেন তিনি।

ওই হামলায় ২২ ইউক্রেনীয় নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের সেন্ট্রাল দিনিপ্রপেত্রোভস্ক অঞ্চলের চ্যাপলিনো স্টেশনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ২২ জন নিহত হয়েছে বলে জেলেনস্কি জানান। আগের তথ্যে তিনি বলেছিলেন, হামলায় ১৫ জন মারা গেছে এবং ৫০ জন আহত হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘চ্যাপলিনোতে আজ বেদনার দিন। হামলায় পুড়ে যাওয়া একটি গাড়ির পাঁচজনসহ এদিন সেখানে ২২ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া একজন অল্পবয়সী কিশোরও মারা গেছে। রাশিয়ার নিক্ষেপ করা রকেট ১১ বছর বয়সী ওই কিশোরের বাড়ি ধ্বংস করে দিয়েছে।’

এর আগে পৃথক ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন: ‘আপনার (পুতিন) কতটা শক্তিশালী সেনাবাহিনী আছে তা আমরা পরোয়া করি না, আমরা কেবল আমাদের ভূখণ্ড নিয়ে চিন্তা করছি। আমরা শেষ পর্যন্ত এটির জন্য লড়াই করব।’

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন আকস্মিক সফরে কিয়েভে গেছেন। সেখানে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের ছয় মাসের দীর্ঘ প্রতিরোধকে স্বাগত জানান তিনি। জনসন বলেন, রুশ সেনাদের ‘প্রতিরোধ করার জন্য ইউক্রেনীয়দের যে দৃঢ় ইচ্ছা’ রয়েছে সেটি বুঝতে ব্যর্থ হয়েছেন পুতিন।

তিনি আরও বলেন করেন, ‘শান্তিতে, স্বাধীনতায় বেঁচে থাকার যে অধিকার আপনাদের রয়েছে সেটি আপনারা রক্ষা করেন এবং সেটি হলেই ইউক্রেন জিতবে।’

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours