চট্টগ্রামের ফটিকছড়ির সুন্দরপুর ইউনিয়নের এককুলিয়া এলাকায় ডাকাতের গুলিতে কবির আহম্মদ নামে এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় দায়ের হওয়া মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও একই সায়ে ছয়জনকে খালাস দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) চট্টগ্রাম তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফেরদৌস ওয়াহিদ এ রায় দেন। কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- জাফর ওরফে ননাইয়া, নুরুল হুদা ও আবদুল মালেক।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর লোকমান হোসেন চৌধুরী বলেন, ১৫ বছর আগে দায়ের করা এক মামলায় আদালত তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। এ ছাড়া ২০ হাজার টাকা করে জরিমানা করেছেন।
অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দিয়েছেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় ছয় আসামি বেকসুর খালাস পেয়েছেন। আদালত ৯ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ এ রায় দিয়েছেন।
চট্টগ্রামের ফটিকছড়ির সুন্দরপুর ইউনিয়নের এককুলিয়া এলাকায় নুর আহমদের বাড়িতে ২০০৭ সালের ১৭ জানুয়ারি রাতে ডাকাতরা হানা দেয়। তারা টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যেতে থাকে। ডাকাত আসার খবরে স্থানীয় আশপাশের লোকজন জড়ো হন।
ডাকাতরা চলে যাওয়ার সময় এলোপাতাড়ি গুলি করে। এ সময় কবির আহমদ নামে একজন মারা যান। এ ঘটনায় মামলা দায়েরের পর প্রথমে তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী আরও ছয়জনকে গ্রেপ্তার করা হয়।
তদন্ত শেষে পুলিশ ২০০৭ সালের ২২ মে আদালতে নয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয়। ২০০৯ সালের ৩০ অক্টোবর আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্যে দিয়ে বিচার শুরু হয়।
+ There are no comments
Add yours