দেশের প্রথম পূর্ণাঙ্গ মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্র গড়ে উঠেছে গাজীপুরের শ্রীপুরে। পুরো জায়গাটি প্রায় ৮০ বিঘা। ডমরেটরি, অ্যাস্ট্রো অবজারভেটরি, অ্যাস্ট্রো উঠানসহ এটি হয়ে উঠেছে অনন্য এক স্থাপনা।
এটিই দেশের প্রথম পূর্ণাঙ্গ মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্র। চারতলা ভবনের ওপরে পর্যবেক্ষণ কেন্দ্র। ব্যক্তি উদ্যোগে এটি প্রতিষ্ঠা করেছেন জ্যোতির্বিজ্ঞান চর্চার অন্যতম পথিকৃৎ বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মৃধা বেনু। দুইতলার শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে বসেন মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্রটির প্রতিষ্ঠাতা শাহজাহান মৃধা বেনু।
এর আগে দুটি পর্যবেক্ষণ কেন্দ্র স্থাপন করেছেন। ১৯৯০ সালে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের ছাদে এবং অন্যটি নিজ বাসায়। গাজীপুরের পর্যবেক্ষণ কেন্দ্রটি প্রসঙ্গে তিনি বলেন, মূলত বড় পরিসরে পূর্ণাঙ্গ মহাকাশ পর্যবেক্ষণ করার জন্যই আমাদের এখানে আসা। আগের দুটির তুলনায় এটি বেশ বড়, আকারে আয়তনে। যারা জ্যোতির্বিজ্ঞানে আগ্রহী তারা সব ধরনের সুযোগ সুবিধা এখানে পাবেন।
পূর্ণাঙ্গ এই পর্যবেক্ষণ কেন্দ্রটিতে সূর্য এবং আকাশ দেখার জন্য বেশ কয়েক রকম টেলিস্কোপ আছে। শক্তিশালী ও উন্নত এই টেলিস্কোপ দেশের অন্য কোথাও নেই। ১৪ ইঞ্চি, ১২ ইঞ্চি মিড ক্যাসিগ্রেইন টেলিস্কোপ, সোলার টেলিস্কোপসহ আরও নানা ধরনের টেলিস্কোপ দেখা যায়।
+ There are no comments
Add yours