ফটিকছড়ি সদরের পর এবার দক্ষিণ ফটিকছড়ির নানুপুর-মাইজভান্ডার-ঝংকার – অক্সিজেন রুটে আগামীকাল চালু হলো এসি বাস সার্ভিস ‘চট্টলা চাকা এক্সপ্রেস’।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) বিকেলে বিষয়টি এসব তথ্য জানান চট্টগ্রাম নাজিরহাট খাগড়াছড়ি বাস-মিনি বাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মো: শাহজাহান।
তিনি বলেন, একসময় নানুপুর এবং আজাদী বাজার থেকে চট্টগ্রাম শহর পর্যন্ত বাস সার্ভিস চালু ছিল। কিন্তু ধীরে ধীরে যাত্রী সংখ্যা কমে যাওয়ায় সার্ভিসটি বন্ধ হয়ে যায়। ফটিকছড়ি থেকে আমরা এসি বাস চালু করার পর যাত্রীরা সন্তুষ্ট হয়ে নানুপুর মাইজভান্ডার থেকে এসি বাস চালু করার জন্য অনুরোধ জানাচ্ছেন।
এরই পরিপ্রেক্ষিতে আমরা নানুপুর থেকে বাস সার্ভিস চালু করার উদ্যোগ নিয়েছি। সমিতির নেতা শাহাজান বলেন, আজ ২৬ আগস্ট শুক্রবার বিকেল ৩টার দিকে নানুপুরে সার্ভিসটির উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেছি।
এতে প্রধান অতিথি থেকে এটি উদ্বোধন করবেন উত্তর জেলা আ.লীগের সহ-সভাপতি এটিএম পেয়ারুল ইসলাম। এছাড়াও অতিথি থাকবন চট্টগ্রাম সড়ক পরিবহণ মালিক গ্রুপের মহাসচিব মঞ্জুরুল আলম চৌধুরী মঞ্জু, উপজেলা আ.লীগের সভাপতি, সম্পাদকসহ স্থানীয় জনপ্রতিনিধি। তিনি জানান, ভাড়া কত হবে। তা আমরা কাল আলোচনা করে সিদ্ধান্ত নেবো।
‘আশা করছি যাত্রীদের সহনীয় পর্যায়ে থাকে এমন একটি ভাড়া আমরা নির্ধারণ করবো। এর আগে গত ৮ জুলাই চট্টগ্রাম-খাগড়াছড়ি রুটে এবং গত ২৩ মার্চ ফটিকছড়ি-অক্সিজেন রুটে প্রথম এই সার্ভিসটি শুরু করেছি।’
‘আশা করছি এবার দক্ষিণ ফটিকছড়ির মানুষ ভাল একটি সার্ভিস পেতে যাচ্ছে। অন্য রুটে মতো এটিও কাউন্টার টিকেট সার্ভিস হবে। কাল এটি চলাচলের সময়সূচী জানিয়ে দেয়া হবে বলেও জানান সমিতির এই নেতা।’
+ There are no comments
Add yours