
সুলতান মাহমুদ সালাহউদ্দিন, স্পেশাল করেসপন্ডেন্ট
মহামারী করোনাভাইরাসের কারণে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ছুটি আরেক দফা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
এছাড়া এইচএসসি পরীক্ষার ব্যাপারে সামনের সপ্তাহের সোম বা মঙ্গলবারের মধ্যে সিদ্ধান্ত হতে পারে বলে বুধবার সাংবাদিকদের সঙ্গে ভার্চুয়াল মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী দিপু মনি বলেন ”এই মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠান খোলার মতো পরিস্থিতি নেই। ছুটি বাড়ছে, বাড়াতে হবেই। তারিখটা আপনাদের জানিয়ে দেবো।”
তিনি আরও বলেন, ”এইচএসসি পরীক্ষার ব্যাপারে আমরা অনেকগুলো বিষয় নিয়ে ভাবছি।” তবে যদি পরীক্ষা নেয়া সম্ভব হয়, তাহলে অন্তত চার সপ্তাহের সময় দিয়ে পরীক্ষা নেয়া হবে। সেই ক্ষেত্রে ন্যূনতম বিষয় ও ন্যূনতম নম্বরের ভিত্তিতে পরীক্ষা নেয়াসহ অনেকগুলো বিকল্প প্রস্তাব রয়েছে বলেও তিনি সাংবাদিকদের জানান।
+ There are no comments
Add yours