চাঁদপুর শহরের পুরাণবাজার মধুসূদন স্কুল মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শুক্রবার রাত ৮টার দিকে এ সংঘর্ষের সূত্রপাত হয়। দফায় দফায় এ সংঘর্ষ রাত ১০টা পর্যন্ত স্থায়ী ছিল। এ ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে। সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে গিয়ে পুলিশের কয়েকজন সদস্যও আহত হয়েছেন।
অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। আমরা ঘটনাস্থালে আছি। তবে এখনো কাউকে আটক করা হয়নি।
স্থানীয়রা জানায়, পুরাণবাজার মধুসূধন উচ্চ বিদ্যালয় মাঠে মরহুম আবুল হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ২য় রাউন্ডে লোহারপুল বনাম মোম ফ্যাক্টরি অংশ নেয়। খেলা চলাকালীন সময়ে রেফারির একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে দুই দলের মধ্যে প্রথমে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এ কারণে দুই দলকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত হলে ফাঁড়ি থেকে বের হয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুই ঘণ্টা সময় লাগে।
+ There are no comments
Add yours