চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে পাস করেছেন ১১ হাজার ৫৩৫ জন শিক্ষার্থী।
যা পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ৪৩ দশমিক ৩৬ শতাংশ। আর ফেল করেছেন পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ৫৬ দশমিক ৬৪ শতাংশ।
শুক্রবার (২৬ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের ফেসবুক পেজে ফলাফল প্রকাশিত হয়।
কলা ও মানববিদ্যা অনুষদের ডিন, ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা কমিটির প্রধান সমন্বয়ক অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুবুল হক বলেন, কিছু টেকনিক্যাল সমস্যার কারণে ফলাফল প্রকাশ করতে সময় লেগেছে।
সব কিছু সমাধান শেষে আমরা নির্ভুল ফলাফল প্রকাশ করেছি। ‘বি’ ইউনিটে পাসের হার ৪৩.৩৬ শতাংশ। ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে।
+ There are no comments
Add yours