বিএনপির শাসনামলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদের পুরস্কৃত করা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, তাদের মাঝেমধ্যে নগদ অর্থও প্রদান করা হতো এমন তথ্যও আমাদের কাছে রয়েছে।
শনিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবের তাফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ‘মৃত্যুঞ্জয়ী বঙ্গবন্ধু’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সারা বাংলাদেশের মানুষ বঙ্গবন্ধুকে হৃদয় দিয়ে ভালোবাসতো। তিনি দূরদর্শী চিন্তাবান একজন মহান নেতা ছিলেন। যিনি সবার চাওয়াটাই মনে প্রাণে লালন করতেন এবং সবাই যেটা চায় তিনি সেটাই ভাবতে পারতেন।
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও তার পরিবারকে উদ্দেশ করে মন্ত্রী বলেন, তারা খুন তো করেছেই, এরপরে যেন বিচার না হয় তার জন্য কুখ্যাত ইনডেমনিটি বিলের মাধ্যমে সেটার ব্যবস্থাও করেছিল। বিএনপি জামায়াত এ হত্যার ধারাবাহিকতা বজায় রাখতে ২১ আগস্ট কাকে হত্যা করতে চেয়েছিল? বঙ্গবন্ধুর রক্ত যার শরীরে বহমান, যিনি বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন শেখ হাসিনা, তাকে?
+ There are no comments
Add yours