
মোঃ জয়নাল আবেদীন, সীতাকুণ্ড প্রতিনিধি:
চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রাক চাপায় এক সাইকেল আরোহী নিহত হয়েছে। স্থানীয়রা ঘাতক ট্রাককে আটক করেছে বলে জানা গেছে।
আজ বৃহস্পতিবার ১ অক্টোবর আনুমানিক ভোর ৬ টায় উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের সালেহ কার্পেট এলাকায় আবুল খায়ের স্টিলের সামনে সিমেন্ট বোঝাই ট্রাকের চাপায় সাইকেল আরোহী নিহত হয়। নিহত মোঃ লেদু মিয়া ভাটিয়ারী ইউনিয়নে অবস্থিত নৌবাহিনীর ঘাঁটি বানৌজাতে ল্যবমান হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, লেদু মিয়া বাংলাদেশ নৌবাহিনীর ঘাঁটি বানৌজা থেকে সাইকেল চালিয়ে যাচ্ছিলেন। তিনি আবুল খায়ের স্টিলের সামনে পৌঁছালে কনফিডেন্স সিমেন্ট বোঝাই একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। স্থানীয়রা ঘাতক ট্রাক কে আটক করেছে।
বিষয়টি নিশ্চিত করে বারআউলিয়া হাইওয়ে থানার ওসি আলমগীর হোসেন বলেন, ট্রাক চাপায় এক সাইকেল আরোহী নৌবাহিনীর সদস্য নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। ট্রাক ও ড্রাইভার থানায় আটক আছে বলে জানান তিনি
+ There are no comments
Add yours