
ইউনুস আলী,কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে রাতের আধারে ধরলা নদীর প্রটেকশন (ওয়াবদা) বাঁধটি দুর্বৃত্তরা কেটে দেয়ায় কয়েক হাজার লোক এখন যোগাযোগ বিছিন্ন পড়েছে।
এ নিয়ে এলাকায় চাপা ক্ষোভ বিরাজ করছে। উপজেলার পূর্বধনিরাম এলাকার স্লুইস গেটের একটু পশ্চিমে ছাটকুঠি এলাকায় দুর্বৃত্তরা সোমবার গভীর রাতে ওয়াবদা
বাধঁটি কেটে দেয়। নিমিশেই প্রায় ২’শত হাত ওয়াপদা বাধঁটি ভেঙ্গে গিয়ে গভীর গর্তে পরিনত হয়। পরের দিন এলাকার লোকজন এসে দেখেন প্রচন্ড বেগে বন্যার
পানি প্রবাহিত হচ্ছে সেখান দিয়ে।
কেটে দেয়া ওয়াবদা বাধেঁর মধ্য স্থলে দাঁড়িয়ে আছে লাখ লাখ টাকা ব্যয়ে নির্মিত ছাটকুঠি সেতু। পূর্ব ধনিবাম ও পশ্চিম ধনিবার এখন সম্পূর্ন ভাবে বিছিন্ন। অন্যদিকে ওই এলাকার বাঘ খাওয়ার চর, পূর্ব ধনিরাম আবাসন প্রকল্প, গেটের বাজার, সাহেব বাজার, ব্যাপারী টারী, ঘাটিয়ালটারী, ঘোঘারকুঠি, ছাটকুটি ও হাজির বাজারের প্রায় ৩০ হাজার লোকজন ওয়াবদা বাধঁটি বিচ্ছিন্ন হওয়ায় যোগাযোগ বিছিন্নতায় পড়েছেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তৌহিদুর রহমান জানান, আমরা পানি উন্নয়ন বোর্ডকে বিষয়টি জানিয়েছি। তারা পরবর্তী ব্যবস্থা গ্রহন করবেন।
+ There are no comments
Add yours