ভাড়া বাড়ানোর দাবিতে ধর্মঘট পালন করছেন রাজশাহী নগরীর ব্যাটারিচালিত অটোচালকরা। রোববার (২৮ আগস্ট) সকাল ৮টা থেকে ধর্মঘট শুরু হয়।
আন্দোলনরত আটোরিকশা চালকদের দাবি, এখন সর্বনিম্ন ৫ টাকা। আবার নগরীতে আটোরিকশা চলে পালা করে। ফলে চড়া দ্রব্যমূল্যের বাজারে তাদের টিকে থাকা কষ্টকর হয়ে পড়েছে। তারা ভাড়া ন্যূনতম ১০ টাকা চান। ভাড়া না বাড়লে লাগাতার আন্দোলন চালিয়ে যাবেন তারা।
সকাল থেকেই আটোরিকশাশূন্য রাজশাহী নগরী, চরম বিপাকে পড়েন নগরবাসী। ব্যাটারিচালিত রিকশা চললেও ভাড়া গুনতে হচ্ছে কয়েকগুণ। কিছু আটোরিকশা চললেও চালকদের সঙ্গে বাদানুবাদে জড়াচ্ছেন আন্দোলনকারীরা।
সকাল ১০টার দিকে সাধারণ চালক ও মালিকদের ব্যানারে নগরীর রেলগেট এলাকায় সমাবেশ করেন তারা। পরে সেখান থেকে গিয়ে নগর ভবনের সামনে অবস্থান নেন।
+ There are no comments
Add yours