গান গেয়ে বিভিন্ন সময় সামাজিকমাধ্যমে সমালোচিত হিরো আলমের জন্য গান লিখে তোপের মুখে পড়েছেন দেশের জনপ্রিয় গীতিকার ও সুরকার হাসান মতিউর রহমান।
হিরো আলমকে দিয়ে নিজের লেখা ও সুর করা দুটি গান গাইয়েছেন তিনি। শনিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় গান দুটির রেকর্ডিং করা হয়।
বিষয়টি ফেসবুকে নিশ্চিত করেন হাসান মতিউর রহমান নিজেই। এদিন রাতে ফেসবুকে একটি পোস্ট দিয়ে তিনি লেখেন, ‘আজ সন্ধ্যায় গানমতি’র সাথে যুক্ত হলো আমাদের হিরো আলম। এই প্রথম আমার কথা সুরে দুটি গান গাইল সে। সম্মানিত শ্রোতাদের রুচিকে অশ্রদ্ধা করার ধৃষ্টতা আমার আগেও ছিল না। এখনও নেই। আসছে শিগগির।’
এরপরই সংগীত সংশ্লিষ্টরা ফেসবুকে প্রতিক্রিয়া প্রকাশ করতে থাকেন।
গায়িকা রন্টি দাশ লেখেন, ‘নিজেকে শিল্পী বলে পরিচয় দিতেই এখন লজ্জা হয়, যান দিলাম আপনাকে ব্লক করে। আপনার মতো ডট ডট ডট…কার আমার fbতে জায়গা নাই, আপনাকে দিয়ে শুরু। আরও কিছু চামচা আছে, আস্তে আস্তে সব বাদ যাবে।’
গীতিকার সিরাজুম মুনির লেখেন, “একটা লাইন বুঝলাম না “সম্মানিত শ্রোতাদের রুচিকে অশ্রদ্ধা করার ধৃষ্টতা আমার আগেও ছিলো না। এখনও নেই”। এই সম্মানিত শ্রোতা কারা! শ্রোতা হিসেবে আমার রুচিকে তো চরমভাবে অশ্রদ্ধা করা হলো। সিনিয়র মানুষ হিসেবে ধৃষ্টতা প্রসঙ্গে কথা বলবো না৷ তবে গানের জগতে প্রতিষ্ঠিত কারও হাত ধরে, এরকম চরম বেসুরো, গান না জানা একজনের আগমন, একটা ইতিহাস বটে। তবে, লজ্জাজনক ইতিহাস।”
গায়ক লুৎফর হাসান লেখেন, ‘মিউজিক ইন্ডাস্ট্রির লোকটা ক্ষমতায় থাকা দলের গুরুত্বপূর্ণ পদে আছেন। এজন্য কেউ তাকে ভয় পায়, কেউ ত্যাল দেয়। আর আমরা অনেকে দূর থেকে বিচ্ছিন্ন কিছু কাজের জন্য সম্মান করি। তিনি ভেবেছিলেন, এই ক্ষমতা চিরকালের, লোকে ভয় পায় বা ত্যাল দেয় সেটাও চিরকালের। কিন্তু সম্মানটা যে দেয় সেটা চিরকালের না। সম্মান নড়ে যায়। সম্মান পড়ে যায়৷’
উল্লেখ্য, ‘যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই’সহ অনেক জনপ্রিয় গানের স্রষ্টা হাসান মতিউর রহমান।
+ There are no comments
Add yours