জীবনে প্রায় সব কাজই আমরা করি সফলতা পাওয়ার জন্য। তবে অনেক সময় চেষ্টা করার পরও আমরা কাঙ্ক্ষিত সাফল্য পেতে ব্যর্থ হই।আর কাজে ব্যর্থ হলে প্রথমেই যেটা হয় তা হচ্ছে আমাদের আত্মবিশ্বাস কমে যায়।
সামনের কাজগুলো করতে এক ধরনের ভয় ঢুকে যায়। এই ভয়টাই আমাদের অনেক কাজে সফলতা অর্জনে বাধা হয়ে দাঁড়ায়।
এক কাজ করা যাক, কাজে সাফল্যের চিন্তা না করে আগে আসুন ভয়কে জয় করার উপায় জেনে নেই:
- কাঙ্ক্ষিত সাফল্য পেতে জীবনের ভুলগুলোকে ভয় না পেয়ে, নতুন করে উদ্যম ও সাহস নিয়ে কাজ শুরু করতে হবে
- ঠিক-ভুল মিলিয়েই মানুষ। কেউ সব কাজ সব সময় শুধু সঠিকটাই করবে এটা ভাবাটাও ভুল
ভয়ের মূল্য অনেক দিন পর্যন্ত দিতে হয় অনেককে
- কথা বলার ভয় এড়াতে বন্ধুদের সঙ্গে বার বার চর্চা করা যেতে পারে
- হেরে যাওয়ার ভয়ে অনেকে চেনা পরিধির বাইরে বের হতে চান না
- পরিচিত গণ্ডি না পেরোলে সফলতাও আটকে যাবে একটা জায়গায় এসে
+ There are no comments
Add yours