মানবাধিকারের নামে কাউকে জ্বালাও-পোড়াও আন্দোলন করতে দেওয়া হবে না হুঁশিয়ারি দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেছেন, মানবাধিকারের নামে যদি আবার জালাও-পোড়াও আন্দোলন করতে চান তবে বাংলার মানুষকে সঙ্গে নিয়ে তার মোকাবিলা করা হবে।
সোমবার (২৯ আগস্ট) সন্ধ্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব স্মরণে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর কারণে এই ভূখণ্ডকে নতুন করে চিনেছিল বিশ্ব। বঙ্গবন্ধুহীন বাংলাদেশ আজ নিরাপদ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. নূরুল আলম ও ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় প্রমুখ।
+ There are no comments
Add yours