
কারচুপির প্রমাণ দিতে পারলে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।
সোমবার (২৯ আগস্ট) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা জানান।
ইভিএমে কারচুপি নিয়ে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) বক্তব্যের বিষয়ে জানতে চাইলে ইসি আলমগীর বলেন, যিনি বলছেন, তাকে প্রমাণ দিতে হবে। তিনি যদি আমাদের কাছে এসে দেখতে চান, জানতে চান, আমরা উত্তর দেব।
তিনি যদি প্রমাণ দিতে পারেন, তাহলে বাতিল করে দেব। এর বাইরে কে কী বলবে, তা দেখে তো আমরা সিদ্ধান্ত নিতে পারি না। আমাদের কাছে এসে যদি প্রমাণ করতে পারেন যে, ইভিএমে কারচুপি করা যায়, তাহলে ইভিএমে ভোট হবে না।
এক প্রশ্নে তিনি বলেন, সশস্ত্র বাহিনী একটি নির্দিষ্ট এলাকায় স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে। তারা টহল দেবে। আমরা নির্বাচনের আগেই একটি রিপোর্ট নিই বিভিন্ন সূত্র থেকে, যে কোন কেন্দ্রগুলো ভালনারেবল হতে পারে। র্যাব, বিজিবি, সেনাবাহিনীর কাছে সেগুলোর তালিকা আমরা দিই। কারণ পর্যাপ্ত সদস্য তো তাদের নেই। তারা পর্যালোচনা করে সেনা, র্যাব ও বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত নেয়।
অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী সপ্তাহে রোডম্যাপ প্রকাশ করা হবে। সেখানে বিস্তারিত পরিকল্পনা থাকবে।
১৫০ আসনে ইভিএমে ভোট সম্ভব কি-না- জানতে চাইলে তিনি বলেন, ইসি সচিবালয় বলেছে, সম্ভব হবে বলে মনে করছেন তারা। বর্তমানে যুদ্ধের কারণে সারা বিশ্বে অস্থিরতা আছে। এখন কতটুকু কেনা সম্ভব হবে সেটা বলতে পারছি না। আমরা বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির কাছ থেকে ইভিএম নিই। তারাও তো নিজেরা তৈরি করে না, বিদেশ থেকে আনে। সচিবালয় বলেছে আগামী তিন মাসের মধ্যে তারা প্রজেক্ট করতে পারবে। পরে ক্রয় ও প্রশিক্ষণে তারা যেতে পারবে বলে মনে করছে। যদি বিদেশ থেকে আনতে এবং ফান্ড নিয়ে কোনো সমস্যা না হয় তাহলে ১৫০ আসনে সম্ভব।
জেলা প্রশাসকদের (ডিসি) পাশাপাশি নিজস্ব কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তা নিয়োগের বিষয়ে এ কমিশনার বলেন, অতীতে নির্বাচন করে দক্ষতার পরিচয় দিয়েছেন। এ ছাড়া প্রশিক্ষণ রয়েছে, এতে আমরা কতজনকে প্রস্তুত করতে পারব তার ওপর নির্ভর করবে রিটার্নিং কর্মকর্তা পদে নিজস্ব কর্মকর্তা কতজনকে নিয়োগ করা হবে। এক্ষেত্রে এক জেলার ডিসিকে অন্য জেলায় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা বা সিনিয়র জেলা কর্মকর্তাকে নিয়োগ করা হতে পারে। আবার একজেলার তিনটি আসনে ডিসি, দুটিতে আমাদের কর্মকর্তা এভাবেও হতে পারে।
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                        
                
                                    
                                    
                                    
                            
                            
                            
                                                        
                                
                        
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
+ There are no comments
Add yours