
ঝুঁকি কমাতে স্বাস্থ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সঙ্গে তিন বছরের পাইলট প্রোগ্রামেটিক পার্টনারশীপ প্রকল্প শুরু করতে যাচ্ছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।
ঢাকা, সিলেট ও রাজশাহী জেলার ঝুঁকিপূর্ণ অঞ্চল এবং কক্সবাজারের টেকনাফে আশ্রয় দেওয়া স্থানীয় জনগোষ্ঠী ও 8টি রোহিঙ্গা ক্যাম্পে পরিচালিত হবে প্রকল্পটি।
এই প্রকল্পের মাধ্যমে ঝুঁকিপূর্ণ জনপদের মাঝে দুর্যোগ পূর্বাভাস, প্রস্তুতি, প্রতিরোধ, সচেনতা ও সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
সোমবার (২৯ আগস্ট) রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ অডিটোরিয়ামে স্বাস্থ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে জাতীয় পর্যায়ে প্রকল্প পরিচিতিকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সোসাইটির ভাইস চেয়ারম্যান মো. নূর-উর-রহমানের সভাপতিত্বে আয়োজন করা হয় এ কর্মশালা।
ডিরেক্টরেট জেনারেল অফ ইউরোপিয়ান সিভিল প্রোটেকশন অ্যান্ড হিউম্যানিটারিয়ান এইড অপারেশনস এর অর্থায়নে ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রেড ক্রস অ্যান্ড সেন্ট সোসাইটিস (আইএফআরসি), ড্যানিশ রেড ক্রস ও জার্মান রেড ক্রসের সম্মিলিত সহযোগিতায় আয়োজিত কর্মশালায় আরও উপস্থিত ছিলেন বিডিআরসিএস’র ব্যবস্থাপনা পর্ষদের সদস্য রাজিয়া সুলতানা লুনা, এম. মনজুরুল ইসলাম, মস্তাক আহমেদ পলাশ, চৌধুরী সারোয়ার জাহান, মহাসচিব কাজী শফিকুল আযম, উপ-মহাসচিব মো. রফিকুল ইসলাম এবং আইএফআরসির হেড অব ডেলিগেশন সঞ্জীব কাফলেসহ রেড ক্রিসেন্ট সোসাইটির বিভিন্ন বিভাগের পরিচালকবৃন্দ, পার্টনার সোসাইটি এবং আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা।
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                        
                
                                    
                                    
                                    
                            
                            
                            
                                                        
                                
                        
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
+ There are no comments
Add yours