অনলাইনে ‘নির্মাণ সামগ্রী’ বিক্রির নামে কোটি টাকা আত্মসাৎ

Estimated read time 0 min read
Ad1

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চটকদার বিজ্ঞাপন দিয়ে বিভিন্ন প্রকার ভবন নির্মাণ সামগ্রী বিক্রির নামে গ্রাহকদের বিপুল পরিমাণ অর্থ আত্মসাতকারী চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সোমবার (২৯ আগস্ট) সকালে ময়মনসিংহ জেলার সদর থানাধীন বিদ্যাগঞ্জ বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে সাইবার পুলিশ সেন্টারের সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশনস টিম।

গ্রেপ্তার হওয়া আসামির নাম আজহারুল ইসলাম ওরফে লিখন (২৪)। তার কাছ থেকে ২টি মোবাইল ফোন, ব্যাংক এশিয়ার ৩টি চেক বই, ১টি এটিএম কার্ড, বিভিন্ন ব্যাংকে টাকা জমা রশিদ ও কোম্পানির মানি রিসিট উদ্ধার করা হয়।

সোমবার সন্ধ্যায় সিআইডির মিডিয়া শাখার অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পেজ খুলে সুলভ মূল্যে বিভিন্ন প্রকার নির্মাণ সামগ্রী বিক্রির জন্য চটকদার ছবি ও বিজ্ঞাপন প্রচার করা হয়। অনলাইনে এসব চটকদার ছবি ও বিজ্ঞাপন দেখে ক্রেতারা আকৃষ্ট হয়। তাদের কাছ থেকে বিভিন্ন প্রকার নির্মাণ সামগ্রী কিনতে অর্ডার দিতে হলে অগ্রিম অর্থ পরিশোধ করতে হয় ক্রেতাদের। চক্রটি ক্রেতাদের কাছ থেকে নির্মাণ সামগ্রী বিক্রির নামে অগ্রিম টাকা নিয়ে কোন প্রকার মালামাল ডেলিভারি করত না। পরে ক্রেতাদের মোবাইল নম্বর ও ফেসবুক আইডিগুলো ব্লক করে রাখত। যাতে ক্রেতারা তাদের সঙ্গে যোগাযোগ না করতে পারে। এভাবে প্রতারক চক্র বিভিন্ন ক্রেতার সঙ্গে প্রতারণা করে কোটি টাকা আত্মসাৎ করেছে।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours