
চট্টগ্রামে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।
এ সময় বিএনপি নেতাকর্মীরা চট্টগ্রাম সিটি করপোরেশনের ১৯নং দক্ষিণ বাকলিয়ার ওয়ার্ড কাউন্সিলর নুরুল আলম মিয়ার বাসায় হামলা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (২৮ আগস্ট) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাকলিয়ার বাদামতল এলাকায় বিএনপির পূর্বনির্ধারিত সমাবেশ কর্মসূচি ছিল। সেখানে বিকেলে বিএনপির প্রায় হাজার খানেক নেতাকর্মী জড়ো হন।
এ সময় স্থানীয় আওয়ামী লীগ নেতা ও ওয়ার্ড কাউন্সিলর নুরুল আলম মিয়ার নেতৃত্বে ৫০-৬০ জন মিছিল নিয়ে সেখানে যান। তখন উভয়পক্ষের ধাওয়া, পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। তবে এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে, সংঘাতের পর দক্ষিণ বাকলিয়া খেজুরতল থেকে মিছিল শুরু করে বউবাজার হয়ে মিয়াখান নগর ব্রিজে এসে সমাবেশের মাধ্যমে বিএনপির কর্মসূচি শেষ হয়। জ্বালানি তেল ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিসহ অসহনীয় লোডশেডিং এবং ভোলায় গুলি করে নূরে আলম ও আবদুর রহমানকে হত্যার প্রতিবাদে এই মিছিলের আয়োজন করা হয়।
সমাবেশে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেন, বিএনপির গণজোয়ার রুখতে সন্ত্রাসীদের মাঠে নামিয়েছে আওয়ামী লীগ। সারাদেশে বিএনপির গণজাগরণ সৃষ্টি হয়েছে। এই জাগরণে আওয়ামী লীগে কাঁপন ধরেছে। বিএনপির সমাবেশে জনগণের বাঁধভাঙা এই জোয়ার রুখতে দলীয় সন্ত্রাসীদের মাঠে নামিয়েছে। বিএনপি জনগণের অধিকার নিয়ে রাজপথে কর্মসূচি দিয়েছে। আমরা প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে থানায় থানায় শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছি। বিএনপির কর্মসূচিকে জনগণ সমর্থন দিয়েছে। জনগণ বিএনপির সাথে রাজপথে নেমে এসেছে।
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                        
                
                                    
                                    
                                    
                            
                            
                            
                                                        
                                
                        
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
+ There are no comments
Add yours