বেইলআউট কর্মসূচির আওতায় পাকিস্তানকে ১১০ কোটি ডলার ঋণ দিয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ঋণদাতা সংস্থা আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।
টানা সংকটের জেরে কোনো দেশের অর্থনীতি ভেঙে পড়ার অবস্থায় পৌঁছালে জরুরিভিত্তিতে যে ঋণ সহায়তা দেওয়া হয়, তাকে অর্থনীতির ভাষায় বলা হয় বেইলআউট কর্মসূচি।
মঙ্গলবার আইএমএফের উপব্যবস্থাপনা পরিচালক অ্যান্টোনেট্টি সায়েহ মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, পাকিস্তানের বর্তমান টালমাটাল অর্থনীতির একটি বড় কারণ বহির্বিশ্বের চরম প্রতিকূল অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতি।
‘ইউক্রেন যুদ্ধের জেরে বিশ্ববাজারে জ্বালানি ও খাদ্যপণ্যের মূল্য বৃদ্ধি, অভ্যন্তরীণ বিভিন্ন চ্যালেঞ্জ, বহির্বিশ্বের সঙ্গে তাল রেখে মানানসই নীতি প্রণয়ন করতে না পারা, অসম ও ভারসাম্যহীন প্রবৃদ্ধি— ইত্যাদি আরও নানা কারণে পাকিস্তানের অর্থনীতি বর্তমান পর্যায়ে এসে পৌঁছেছে।’
‘তবে অর্থনীতির ভারসাম্য রক্ষায় দেরিতে হলেও পাকিস্তান জ্বালানির দাম ও এই খাতে করের পরিমাণ বাড়িয়েছে। এটা একটা জরুরি ও প্রয়োজনীয় পদক্ষেপ ছিল।’
এর মধ্যেই দেশটিতে গত সপ্তাহের শেষ থেকে শুরু হয়েছে নজিরবিহীন বন্যা। সরকারি তথ্য অনুযায়ী ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগে এখন পর্যন্ত পাকিস্তানে নিহত হয়েছেন ১ হাজারেরও বেশি মানুষ এবং আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ ১ হাজার কোটি ডলার ছাড়িয়ে গেছে।
আইএমএফের মঙ্গলবারের বিবৃতিতে অবশ্য বন্যার বিষয়ে কিছু বলা হয়
+ There are no comments
Add yours