ফটিকছড়িতে বিএনপিকে প্রতিহত করতে উপজেলা আওয়ামীলীগের অবস্থান

Estimated read time 1 min read
Ad1

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলা ও পৌরসভা বিএনপি’র কর্মসূচি আজ (৩০ আগস্ট) বিকেলে ৩টায় ফটিকছড়ি সদর ইদগাহ মাঠে নির্ধারিত ছিল।

কিন্তু উপজেলার বিভিন্ন স্হানে আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ মিছিল ও অবস্হান কর্মসূচির কারণে পিছু হটেছে বিএনপি। স্থগিত করেছে বিক্ষোভ সমাবেশ।

জানা যায়, জ্বালানি তেলের দাম ও পরিবহনের ভাড়া বৃদ্ধি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সমাবেশের ডাক দিয়েছে উপজেলা ও পৌরসভা বিএনপি। মঙ্গলবার বিকেল ৩টায় উপজেলার সদর এলাকায় এ বিক্ষোভ সমাবেশ হওয়ার কথা ছিলো।

এদিকে সকাল থেকেই খাজা গাউছিয়া মার্কেট (আন্ডা মার্কেট), উপজেলা আ’লীগের কার্যালয়ের সামনে সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন মুহুরীর নেতৃত্বে অবস্থান নেয় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের শত শত নেতাকর্মীরা।

জানতে চাইলে, নাজিম মুহুরী বলেন, গোপন সুত্রে জানতে পারি বিএনপি পরিস্থিতি উত্তপ্ত করতে আবারো বেপরোয়া হয়ে উঠছে। এমন সংবাদের ভিত্তিতে তাদের প্রতিহত করতে আমরা অবস্হান নিয়েছি।

এই পরিস্হিতে গিরে উপজেলা সকারী কমিশন ভুমি ও নির্বাহী মেজিস্ট্রট এটি এম কামরুল ইসলাম ও ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মুহাম্মদ মাসুদ বিন আনোয়ার নেত্রিত্বে পুলিশ খাজা গাউছিয়া মার্কেট (আন্ডা মার্কেট) সহ বিভিন্নস্হানে টহল দিতে দেখাছে।

এই ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট এটি এম কামরুলের কাছে জানতে চাইলে তিনি বলেন বি,এন,পি ও আওয়ামীলীগ একই সময়ে পাল্টা পাল্টি কর্মসূচি কথা জানতে পেরে আইন শৃঙ্খলার যাতে অবনতি ঘটতে না পারে তাদের সাথে কথা বলেছি। তারা আমাদের কথা শুনে আমাদের কথা শুনে নির্ধারিত সময়ের পর ফিরে যায়। এক প্রশ্নোত্তর নির্বাহী ম্যাজিস্ট্রেট বলে ১৪৪ধারা জারী করা হয়নি।পরিস্হিতি সভাবিক রয়েছে।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours