
ইউনুস আলী,কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের দুধকুমার নদী ভাঙ্গন রোধে প্রস্তাবিত প্রকল্প বাস্তবায়নের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সামাজিক সংগঠন ভূরুঙ্গামারী উন্নয়ন সংস্থার আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। শনিবার দুপুরে
ভূরুঙ্গমারী-সোনাহাট স্থলবন্দর মহাসড়কে ঘন্টাব্যাপি মানববন্ধনে উপজেলার সামাজিক সংগঠন,ছাত্র-শিক্ষক,রাজনৈতিক ব্যক্তিসহ বিভিন্ন পেশার সহস্রাধিক মানুষ অংশ নেন।
এসময় বক্তব্য রাখেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী,ভাইস চেয়ারম্যান শাহানারা বেগম মীরা,সাবেক পরিষদ চেয়ারম্যান ও শিক্ষক আব্দুল হাই সরকার,সামাজিক সংগঠন ভূরুঙ্গামারী উন্নয়ন সংস্থার সভাপতি সাবেক অধ্যক্ষ মোজাম্মেল হক, সমাজ সেবক ফখরুজ্জামান জেট, নাট্য নির্মাতা শাহজাহান সোহাগ প্রমুখ।
কুড়িগ্রাম জেলার মধ্য দিয়ে প্রবাহিত দুধকুমার নদীর ব্যবস্থাপনা ও উন্নয়ন শিরোনামে পানি উন্নয়ন বোর্ডের ৭১৪ কোটি টাকার প্রস্তাবিত প্রকল্পের দ্রুত বাস্তবায়নের দাবী করেন বক্তারা। প্রস্তাবিত প্রকল্পে ভূরুঙ্গামারী, নাগেশ্বরী এবং কুড়িগ্রাম সদর উপজেলায় নতুন বাধ
নির্মান, সংস্কার এবং নদীর তীর সংরক্ষণে সি,সি ব্লক দিয়ে প্রায় ২৬ কিলোমিটার নদীর তীর রক্ষা বাস্তবায়ন হবে।
+ There are no comments
Add yours