জ্বালানি তেলসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ভোলায় পুলিশের গুলিতে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতা নিহতের প্রতিবাদে কুমিল্লার নাঙ্গলকোটে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে বিক্ষোভ মিছিলে উপজেলা আওয়ামী লীগ এবং পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বুধবার (৩১ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার পৌর এলাকায় এ ঘটনা ঘটে। এতে পুলিশসহ ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
সকাল থেকে পৌর এলাকায় জড়ো হতে থাকেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।কর্মসূচির অনুমতির বিষয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে তাদের।
নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, আমাদের বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ মুহূর্তে সঠিক সংখ্যা বলতে পারব না। ৫ জনের বেশি হবে। আমি আহত সদস্যদের সেবা নিশ্চিতে ব্যস্ত আছি।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ সাদেক হোসেন বলেন, আমরা শান্তিপূর্ণ অবস্থানে ছিলাম। বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত হয়ে বিক্ষোভের নামে নৈরাজ্য সৃষ্টি করে। পুলিশ তাদের বাধা দেয়।
+ There are no comments
Add yours