
মোঃ আমির হোসেন, ঝালকাঠিঃ
ঝালকাঠির রাজাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে পৃথক দুই অভিযানে ৪ ব্যক্তিকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার দুপুর ১২টায় উপজেলার গালুয়া ইউনিয়নের কাটাখালি ও বিকাল ৪টায় উপজেলা সদরের বাগড়ি ব্রীজ সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এ দন্ড প্রদান করেন। এ সময় ৫টি বালুর বলগেট (বালুবাহী জাহাজ) জব্দ করে ভ্রাম্যমান আদালত।
দন্ডপ্রাপ্তরা হলো পার্শ্ববর্তী পিরোজপুর সদরের চিমলিয়া এলাকার মোঃ বজলু খান এর পুত্র মোঃ সবুজ খান (২৪), বাদুরা এলাকার আব্দুল রুস্তুম খন্দকার এর পুত্র মোঃ রিপন (২৬), নাজিরপুরের সাতকাহনিয়া এলাকার মোঃ ঈসা মোল্লার পুত্র মোঃ রমজান মোল্লা (২০), ভান্ডরিয়া উপজেলার দাওয়া গ্রামের আব্দুল খালেক ফরাজীর পুত্র মোঃ মনিরউজ্জামান ফরাজী (৫০)।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক মোঃ সোহাগ হাওলাদার বলেন, জব্দকৃত ৫টি বলগেট খোলা নিলামে বিক্রয় করা হবে।
+ There are no comments
Add yours