টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে সাকিব আল হাসানের নতুন শুরুটা মোটেও ভালো হয়নি। আফগানিস্তানের কাছে হেরে এশিয়া কাপ মিশনের গোড়াতেই বড় হোঁচট খেয়েছে বাংলাদেশ।
তবে এরই মধ্যে সুখবর পেয়েছেন তিনি। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের প্রথম ব্রেকথ্রু এসেছিল সাকিবের হাত ধরেই।
বাংলাদেশি বোলারদের মধ্যে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে সর্বোচ্চ অবস্থান এখনো স্পিনার মেহেদী হাসানের দখলে। নতুন র্যাঙ্কিংয়ে এক ধাপ পেছালেও বাংলাদেশের বোলারদের মধ্যে এখনো তিনিই সেরা।
অন্যদিকে আফগানদের বিপক্ষে একাদশে সুযোগ না পাওয়া নাসুম আহমেদ দুই ধাপ পিছিয়ে রয়েছেন ২২তম স্থানে। আর আফগানিস্তানের বিপক্ষে নখদন্তহীন বোলিং করা মুস্তাফিজুর রহমান আগের ন্যায় ৩১তম স্থানেই রয়েছেন তারা।
এদিকে টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের মধ্যে বাংলাদেশের হয়ে মাহমুদউল্লাহ রয়েছেন সেরা অবস্থানে। এশিয়া কাপে আফগানদের বিপক্ষে ২৭ বলে ২৫ রান করা রিয়াদ নতুন র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে এখন ৩৮ নম্বরে রয়েছেন তিনি। দলে ফিরে ওপেনিংয়ে ফের ব্যর্থ হওয়া নাঈম শেখ পিছিয়েছেন ৪ ধাপ, আছেন ৪০ তম স্থানে।
নতুন র্যাঙ্কিংয়ে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে সাকিব এবং আফিফ হোসেনের অবস্থানেরও অবনতি হয়েছে। সাকিব এক ধাপ এবং আফিফ ৩ ধাপ নিচে নেমে যথাক্রমে ৬৮ এবং ৫৭তম স্থানে রয়েছেন।
+ There are no comments
Add yours