শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির বক্তব্য প্রত্যাহারের দাবিতে ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে এবার মুখে কালো কাপড় আর শরীরে শিকল পেচিয়ে সড়কে দাঁড়ালেন সরকারি-বেসরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা।
বুধবার (৩১ আগস্ট) দুপুরে বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলের সামনে সদর রোডে এ কর্মসূচি পালন করেন তারা। এ সময় ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স ৪ বছর বহাল রাখা ও শিক্ষামন্ত্রীর অদূরদর্শী বক্তব্য প্রত্যাহারের দাবি জানান।
আন্দোলনকারীরা বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর অশ্বিনী কুমার হল চত্ত্বরে সমাবেশ করে এ কর্মসূচি পালন করেন।
বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বলেন, কারিগরি শিক্ষাকে ধ্বংস করার জন্য চক্রান্ত চলছে। উন্নত বিশ্ব যখন কারিগরি শিক্ষায় বেশি জোর দিচ্ছে তখন বাংলাদেশ উল্টো পথে হাঁটছে এবং কারিগরি শিক্ষাকে ধ্বংস করতে চাচ্ছে।
প্রসঙ্গত, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের এক সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. দীপু মনি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সকে চার বছর থেকে তিন বছর করার সিদ্ধান্তের কথা জানান। এরপর থেকেই আন্দোলন চালিয়ে আসছে বরিশালের শিক্ষার্থীরা।
+ There are no comments
Add yours