চীনের পূর্বাঞ্চলীয় প্রদেশ শ্যানডংয়ের জিনান শহরের একটি কসাইখানা থেকে প্রায় দেড়শ বিড়াল উদ্ধার করেছে পুলিশ।
চীনভিত্তিক প্রাণীকল্যাণ সংস্থা হিউম্যানে সোসাইটি ইন্টারন্যাশনালের (এইচএসআই) অনুরোধে এই অভিযান পরিচালনা করেছিল পুলিশ।
এইচএসআইয়ের বিবৃতিতে বলা হয়েছে, বিড়ালগুলোকে ধরতে রিমোট কন্ট্রোল নিয়ন্ত্রিত বৈদ্যুতিক খাঁচা ব্যবহার করেছে শিকারিরা। আর এক্ষেত্রে টোপ হিসেবে ব্যবহার করা হয়েছে জীবন্ত চড়ুই পাখি।
চীনে কুকুর-বিড়ালের মাংস বেশ দামী ও জনপ্রিয়। এইচএসআইয়ের তথ্য অনুযায়ী, প্রতিবছর চীনে খাওয়ার উদ্দেশে প্রায় ১ কোটি কুকুর ও ৪০ লাখ বিড়াল হত্যা করা হয়।
পুরো চীনেই বিড়াল ও কুকুরের মাংস খাওয়া হলেও এই দুই প্রানীর মাংস সবচেয়ে জনপ্রিয় দেশটির দক্ষিণাঞ্চলীয় দুই প্রদেশ গুয়াংডং ও গুয়াংশিতে। এই দুই প্রদেশ ইতোমধ্যে কুকুর-বিড়ালের মাংসের ‘হটস্পট’ হিসেবে স্বীকৃতি পেয়েছে। প্রতি বছর চীনের দক্ষিণাঞ্চলীয় শহর ইউলিনে আয়োজন করা হয় ‘ডগে মিট ফেস্টিভ্যাল’। দশদিন ধরে চলা এই উৎসবে খাওয়ার উদ্দেশে হত্যা করা হয় হাজার হাজার কুকুর-বিড়াল।
+ There are no comments
Add yours