অনলাইন গ্যাম্বলিং : ডলার করে বিদেশে পাচার করত তারা

Estimated read time 1 min read
Ad1

অনলাইন গ্যাম্বলিং সাইট বেটওইনার পরিচালনাকারী তিন বাংলাদেশি এজেন্টকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি)। গ্রেপ্তাররা হলেন- আবু বক্কর সিদ্দিক (৩০), আব্দুল্লাহ আল আউয়াল (২৬) ও মো. তোরাফ হোসেন (৩৭)।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) রাজধানীর মালিবাগে সিআইডি প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিশেষ পুলিশ সুপার (এসএসপি) মো. রেজাউল মাসুদ এসব তথ্য জানান।

তিনি আরও বলেন, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের এজেন্টরা জমা করা টাকা তুলে বাইন্যান্স নামক মানি এক্সচেঞ্জ অ্যাপের মাধ্যমে মার্কিন ডলারে কনভার্ট করেন। পরবর্তী সময়ে বাইন্যান্সের মাধ্যমে এই টাকা বিভিন্ন দেশে পাচার হয়ে যায়।

বুধবার (৩১ আগস্ট) কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৬টি মোবাইল, এজেন্ট সিম ৪টি, মার্চেন্ট সিম ২টি, নগদ সিম ১টি, পার্সোনাল সিম ২টিসহ মোট ১২টি সিম ও ১টি ল্যাপটপ জব্দ করা হয়।

বেটওইনার সাইটে জুয়ায় অংশগ্রহণকারীদের টাকা বাইন্যান্স নামে মানি এক্সচেঞ্জ অ্যাপের মাধ্যমে মার্কিন ডলারে কনভার্ট করতেন তারা। পরে ওই অ্যাপসের মাধ্যমে টাকা বিভিন্ন দেশে পাচার হত।

গ্রেপ্তাররা এই অবৈধ লেনদেনের সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে পল্টন থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা (৭৪) দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours