
সুমন পল্লব হাটহাজারী, চট্টগ্রাম।
সনাতনী সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব শারদীয়া দুর্গা পূজা আসন্ন। তাই চট্টগ্রামের হাটহাজারীতে পুজা মন্ডপে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি।
১৭সেপ্টেম্বর শুভ মহালয়ারর মধ্য দিয়ে শারদীয়া দুর্গাৎসবে আনুষ্টানিকতা শুভ সূচনা হয়েছে।এবছর আশ্বিন মাসে দুটি আমবশ্যার থাকার কারণে এক মাস পরে পূজা অনুষ্টিত হচ্ছে।কোভিড-১৯ করোনা ভাইরাস প্রাদুর্ভাব এর কারণে এই বছরে ঝাঁকঝমক পূর্ণ পুজা না করার জন্য সরকারী ও কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে কিছু বিধি নিষেধ আরোপ থাকলেও উৎসবের আমেজের কোন ভাটা পড়েনি সনাতন ধর্মাবলম্বীদের মাঝে।
সারাদেশের মতোই হাটহাজারীতে ১০৭টি মন্ডপে চলছে পূজার আয়োজন। উপজেলা ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকার মন্ডপগুলোতে শুরু হয়েছে প্রতিমা শিল্পদের প্রতিমার শেষ আঁচর ও সাজসজ্জা।
২১অক্টোবর বোধনের মধ্যে দিয়ে শুরু হবে সনাতন ধর্মের বৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা। ২৬অক্টোবর বিজয়া দশমীর মধ্যে দিয়ে শেষ হবে এবারের শারদীয়া দুর্গাৎসব।
পৌরসভার কেন্দ্রীয় ফটিকা সার্বজনীন পূজা উদযাপন পরিষদের কার্যকরী কমিটির সভাপতি শ্রী সুজন কান্তি দে জানান, সরকার ও কেন্দ্রীয় কমিটি নির্দেশনায় আমাদের পুূজা মন্ডপে স্বাস্থ্য বিধি অনুসরন করে এবার আমাদেরর পূজা মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে।
হাটহাজারী পূজা উদযাপন পরিষদের সভাপতি মাস্টার শ্রী অশোক কুমার নাথ প্রতিবেদক জানান,এবছর কোভিড-১৯ করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণের দুর্গাপুজা কিছুটা অনাড়ম্ভর ভাবে উদযাপন হবে।বিশেষ করে স্বাস্থ্যবিধি মেনে মায়ের পূজা অনুষ্ঠিত হবে। তারপরও দেবী দুর্গার আগমনী বার্তা ভক্তদের মাঝে বিরাজ করছে উল্লাসের। এবছর হাটহাজারীতে ছোট বড় মিলে ১০৭টি পূজা অনুষ্ঠিত হবে।
হাটহাজারী মডেল থানার কর্মকর্তা( ওসি)মুহাম্মদ মাসুদ আলম জানান কোভিড-১৯ করোনা ভাইরাস প্রাদুর্ভাব এর কারণে এ বছর সরকারের নির্দেশনা মোতাবেক পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে আলোচনা হয়েছে।সেই অনুযায়ী সনাতনী ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গা পূজা অনুষ্ঠিত হবে। আশা করি আমার থানাধীন পূজা উদযাপনে বিন্দু মাত্র কোন ত্রুুটি হবে না।যদি কেউ পূজা নিয়ে আইন শৃঙ্খলা বিঘ্ন ঘটানোর চেস্টা করে তাকে অবশ্যই আইনের আওতায় আনা হবে।
+ There are no comments
Add yours