জ্বালানি তেলের বর্ধিত দাম প্রত্যাহার ও মজুরি বোর্ড গঠন করে শ্রমিকদের মজুরি ২৫ হাজার টাকা নির্ধারণের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি।বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এই বিক্ষোভ সমাবেশ করে সংগঠনটি।
বিক্ষোভ সমাবেশ চলাকালে তাদের সঙ্গে সংহতি জানিয়ে গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলন নামের একটি সংগঠন বিক্ষোভে অংশ নেয়।
আন্দোলনকারীরা বলেন, প্রধানমন্ত্রী শ্রমিকদের কষ্টের দিকে তাকান। তারা কীভাবে এই স্বল্প বেতনে দিনাতিপাত করে। আবার কিছুদিন পরপর বেতন বন্ধ করে দেওয়া হয়। জ্বালানির মূল্য বৃদ্ধির ফলে নিত্যপণের দাম বেড়েছে, কিন্তু শ্রমিকদের বেতন বাড়েনি। এছাড়া শ্রমিক এলাকায় সবচেয়ে বেশি লোডশেডিং হয়। ফলে শ্রমিকরা অনেক কষ্টে দিনাতিপাত করছে।
সংগঠনের সহপ্রধান তাছলিমা আক্তারের সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন বাবলু হোসেন, জিয়াদুল ইসলাম, শামীম হোসেন, গোলাম মোস্তফা প্রমুখ।
+ There are no comments
Add yours