নারায়ণগঞ্জে পুলিশের সঙ্গে সংঘর্ষে যুবদল কর্মী শাওন প্রধানের মৃত্যুর প্রতিবাদে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শোভাযাত্রা পূর্ব বক্তব্যে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জে বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীরা শোভাযাত্রা বের করতে গেলে বাধা দেয় পুলিশ। এ সময় বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। বিপরীতে রাবার বুলেট, টিয়ার শেল ও গুলি ছোড়ে পুলিশ। এ সময় পুলিশের গুলিতে শাওন (২০) নামে এক যুবদল কর্মী নিহত হন।
মির্জা ফখরুল বলেন, যুবদল কর্মী শাওন প্রধানকে হত্যার প্রতিবাদে শুক্রবার (২ সেপ্টেম্বর) বাদ জুম্মা গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে। এছাড়া শনিবার (৩ সেপ্টেম্বর) সারাদেশে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।
এদিকে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথ উদ্যোগে ‘বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে’ আজ রাজধানীতে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
+ There are no comments
Add yours