বিরোধীরা কিছু না বুঝেই সবসময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সমালোচনায় মুখর থাকে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
তিনি বলেন, প্রতিনিয়তই আমাদের কতো কথা শুনতে হয়। সংসদে গেলেই এসব আলোচনা শুরু হয়। বিশেষ করে আমাদের দলের লোকেরাও আমাকে ছাড় দেননি, করোনার সময় তারাও অনেক কিছুই বলেছেন।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে আয়োজিত চিকিৎসক-শিক্ষকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশে চিকিৎসা হয় না, হাসপাতাল চলে না, সব মানুষ ভারতে চলে যাচ্ছে… মানুষের কতো সমালোচনা। কিছু গেছেন তো কী হয়েছে? সব মানুষ কি ভারতে চলে গেছেন? দুই চার হাজার হয়তো গেছেন, বাকি লোকজন তো আমার দেশেই চিকিৎসা সেবা নিচ্ছেন।
জাহিদ মালেক বলেন, আট বিভাগে আটটি হাসপাতাল তৈরির কার্যক্রম চলমান। একসঙ্গে বিশ্বের কোথাও এতো স্থাপনা হয়নি। চট্টগ্রামেও একটি হচ্ছে, কুমিল্লাবাসী এর সুবিধা পাবে। করোনার মধ্যেও আমরা চারটি মেডিকেল করেছি, যেগুলো প্রায় প্রস্তুত। এমন কোনো হাসপাতাল নেই, যেখানে আরটিপিসিআর নাই। মাত্র একটি থেকে আরটিপিসিআর সংখ্যা এখন ১০৫টি হয়েছে। প্রায় সাড়ে ছয়শ জিন এক্সপার্ট মেশিন লাগানো হয়েছে।
তিনি বলেন, নার্সিং কারিকুলামে ৩২টি সাবজেক্ট ছিল, ১৪টিতে এনেছি। আমাদের হাসপাতালগুলোতে কোন সিমুলেটর ছিল না, আমরা অর্ডার দিয়েছি। বর্তমানে আটটি হাসপাতালে আছে। কুমিল্লায় নেই, শিগগিরই তারা একটি পাবে।
টিকা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ১১ কোটি ফাইজার টিকা ফ্রি পেয়েছি, যার দাম ২৫ হাজার কোটি টাকা। আমরা বুঝিয়েছি বাংলাদেশ টিকা দিতে পারে, নষ্ট করে না। তাই তারা আমাদের এগুলো বিনামূল্যে দিয়েছে।
+ There are no comments
Add yours