প্যারিসে হারানো জৌলুস ফিরে পেয়েছেন নেইমার। গোল করে, করিয়ে নতুন মৌসুমে মেসি-এমবাপেদেরও ম্লান করছেন তিনি। চলতি মৌসুমে এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে ৯ গোল করেছেন নেইমার, বানিয়ে দিয়েছেন আরও ৬টি গোল। সবমিলিয়ে ৬ ম্যাচে ১৫টি গোলের সঙ্গে জুড়ে আছে তার নাম।
ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতার তালিকায় ৭৪ গোল নিয়ে এখন দ্বিতীয় স্থানে রয়েছেন নেইমার। ৭৭ গোল নিয়ে শীর্ষে অবস্থান করা কিংবদন্তি পেলেকে ছাড়িয়ে যেতে আর মাত্র ৪ গোল প্রয়োজন তার।
লিগ আঁ’তে সবশেষ ম্যাচে তুলুসের বিপক্ষে লক্ষ্যভেদ করে অনন্য এক মাইলফলক স্পর্শ করেছেন নেইমার। ক্লাব এবং দেশের হয়ে টানা ১৬ ম্যাচে গোলে অবদান রাখার (গোল করা বা করানো) কীর্তি গড়েছেন তিনি।
ক্লাব এবং দেশের হয়ে টানা ১৫ ম্যাচ গোল বা অ্যাসিস্টের রেকর্ডটি এতদিন যৌথভাবে মেসি-রোনালদোর ছিল। তবে সেই রেকর্ড গুঁড়িয়ে দিয়ে নতুন ইতিহাস তৈরি করেছেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ১৬ ম্যাচে সবমিলিয়ে ৩০ গোল এবং অ্যাসিস্ট করেছেন তিনি।
তবে ক্যারিয়ারের সবচেয়ে বাজে সময়কে পিছু ঠেলে এখন সেরা ছন্দে রয়েছেন নেইমার। আসন্ন কাতার বিশ্বকাপের জন্য নিজেকে প্রস্তুত করছেন ব্রাজিলিয়ান ফুটবলের এই ‘পোস্টার বয়’। এই বছর ব্রাজিলের জার্সিতে ৩ ম্যাচে করেছেন ৪ গোল। গত জুনে ব্রাজিলের এশিয়া সফরে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে দলের ২-০ ব্যবধানে জয়ে দুটি গোলই করেছিলেন তিনি। জাপানের বিপক্ষেও তার পা থেকেই এসেছিল জয়সূচক গোল। বিশ্বকাপের আগে সময়মত ফর্মে ফিরে সেলেসাও সমর্থকদেরও আশান্বিত করছেন এই ফরোয়ার্ড।
+ There are no comments
Add yours