জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সংসদীয় গণতন্ত্রের কেন্দ্রবিন্দু জাতীয় সংসদ। কাজেই, সংসদকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সংবাদ প্রকাশ করতে হবে। সংসদকে যত বেশি গুরুত্বের জায়গায় অধিষ্ঠিত করা যাবে, গণতন্ত্র ততটাই সুসংহত হবে।
শুক্রবার (২ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয় সংসদের এলডি হলে বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত সাধারণ সভা ও নির্বাচন ২০২২ অনুষ্ঠানে স্পিকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন।
তিনি বলেন, বিল পাস, আইন প্রণয়ন ইত্যাদি জনগুরুত্বপূর্ণ কার্যক্রম সংসদ করে থাকে। রাষ্ট্রের নির্বাহী, আইন ও বিচার বিভাগের মধ্যে সমন্বয় করে সংসদ, কেননা সরাসরি জনগণের ভোটে নির্বাচিতরা সংসদ পরিচালনা করে থাকেন।
এ সময়, সংসদের উদ্যোগে সাংবাদিকদের যুগোপযোগী প্রশিক্ষণ দেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করেন স্পিকার।
বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের বর্তমান সভাপতি উত্তম চক্রবর্তীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরান রেজা চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে শাহজাহান সরদার, সুভাষ চন্দ্র বাদল, আশিষ সৈকত, শাহেদ চৌধুরী, আজিজুল ইসলাম ভূইয়া, রেজোয়ানুল হক রাজা, কাজী সোহাগ, সাইফুল আলম, মাহমুদ ফয়সালসহ অনেকে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্য ও বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
+ There are no comments
Add yours