মানিকগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় থানায় মামলা করা হয়েছে। এ মামলায় বিএনপি ও সহযোগী সংগঠনের ২ হাজার ৫০০ নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) রাতে সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আবদুল লিটন বাদী হয়ে মামলাটি করেন।
মামলায় বিএনপি ও সহযোগী সংগঠনের ৩৩ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করা হয়েছে। এছাড়াও বাকি আসামিরা বিএনপির অজ্ঞাত নেতা-কর্মী। সংঘর্ষের সময় ঘটনাস্থল থেকে বিএনপির তিন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
তারা হলেন- সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল হক, যুবদলের নেতা সেলিম মোহাম্মদ এবং ছাত্রদল নেতা রুবেল মাহমুদ। পরে এই মামলায় তাদেরকে আসামি করা হয়।
শুক্রবার (২ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ মামলার বিষয়টি নিশ্চিত করেন।
প্রসঙ্গত, বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল বৃহস্পতিবার জেলা শহরের দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে জেলা বিএনপি। অনুষ্ঠানে যোগ দিতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা শহরের উত্তর সেওতা এলাকা থেকে মিছিল নিয়ে দলীয় কার্যালয়ে দিকে যাচ্ছিলেন। পথে খালপাড় এলাকায় পুলিশের বাধার মুখে পড়েন বিএনপির নেতা-কর্মীরা। এ সময় পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশকে লক্ষ্য করে বিএনপির নেতা-কর্মীরা ইটপাটকেল ছুড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও পাঁচটি টিয়ারশেল নিক্ষেপ করে। এতে পুলিশ, সাংবাদিকসহ বিএনপির শতাধিক নেতা-কর্মী আহত হন।
এ বিষয়ে সদর থানার ওসি আবদুর রউফ সরকার বলেন, গ্রেপ্তার তিন আসামিকে দুপুরে আদালতে পাঠানো হয়েছে। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হবে। এ ছাড়া বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
+ There are no comments
Add yours