দায়িত্বে যারা থাকবে, তাদের সমালোচনা অবশ্যই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
তিনি বলেন, সমালোচনাবিহীন সমাজ হতে পারে না। সমাজে সমালোচনা থাকতে হবে, দায়িত্বে যারা থাকবে, তাদের সমালোচনা অবশ্যই হবে। দায়িত্বে না থাকলে তো সমালোচনা নেই। বিতর্ক হতে হবে, তাহলেই সমাজ এগিয়ে যাবে। তখন আমি বিটিভির দুটি কেন্দ্রে বিতর্ক প্রতিযোগিতার আয়োজনের সিদ্ধান্ত দিলাম।
শুক্রবার (২ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র আয়োজিত স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে প্রথম জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এ কথা বলেন। সারাদেশ থেকে ১০৪টি দল এ প্রতিযোগিতায় অংশ নেয়।
ফাইনাল রাউন্ডের বিষয় ছিল ‘শুদ্ধাচার ও নৈতিকতা গঠনে পরিবারের চেয়ে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকাই বেশি’। এরকম বিষয়কে পছন্দ করার জন্য আয়োজকদের ধন্যবাদ জানিয়ে মন্ত্রী বলেন, আসলে নৈতিকতা ও শুদ্ধাচার সুষ্ঠু সমাজ ও রাষ্ট্র গঠনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাস্তবিক অর্থে বিশ্বব্যাপী মানুষ যান্ত্রিক হয়ে যাচ্ছে। যন্ত্রের ব্যবহারের সঙ্গে সঙ্গে মানুষও যন্ত্রের মত জড় পদার্থ হয়ে যাচ্ছে। এর সঙ্গে নৈতিকতা এবং মানবিকতাও লোপ পাচ্ছে। এটি বিশ্বব্যাপী একটি সমস্যা। মানবজাতিকে যদি টিকিয়ে রাখতে হয়, তাহলে এই সমস্যা থেকে উত্তরণ প্রয়োজন।
+ There are no comments
Add yours