
এম হেলাল উদ্দিন নিরব পটিয়া, চট্টগ্রাম।
দক্ষিণ চট্টগ্রামের পটিয়া উপজেলার পৌর সদরে বিসিক শিল্প নগরীতে মেয়াদউত্তীর্ণ বিস্কুট বিক্রি তৈরি করার মাস্টার কোম্পানীকে ২০,০০০ টাকা জরিমানা ও একমাসের মধ্যে বিস্কুট তৈরির কারখানকে স্বাস্থ্যকর পরিবেশে মানসম্মত বিস্কুট তৈরীর জন্য একমাসের সময়সীমা বেধে দিয়েছেন পটিয়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি মোঃ ইনামুল হাছান।
এদিকে গত শুক্রবার বিভিন্ন গণমাধ্যমে মেয়াদোত্তীর্ণ বিস্কুট বিক্রির এই নিউজ প্রকাশের পর সবার দৃষ্টিগোছর হলে আজ রবিবার(০৪-১০-২০২০ইং) সন্ধায় মোঃ ইনামুল হাছান এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালতে অভিযান পরিচালনা করেন।
অভিযানে মেয়াদ উত্তীর্ণ বিস্কুট বিক্রি ও অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট তৈরীর দায়ে উক্ত প্রতিষ্ঠানের ম্যানেজারকে বিশ হাজার টাকা জরিমানা ও ১ মাসের মধ্যে বিস্কুট তৈরীর স্বাস্থ্যসম্মত পরিবেশ সৃষ্টিকরার জন্য নির্দেশ দেওয়া হয় । এবং সেই সাথে মেয়াদউত্তীর্ণ বিস্কুট যেন বাজারজাত না করে সেই বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়।
উল্লেখ্য যে, পটিয়ার বিসিক শিল্প নগরীতে মাষ্টার কোম্পানী তাদের প্যাকেটজাত মেয়াদউত্তীর্ণ বিস্কুটগুলো দীর্ঘদিন ধরে ৬০ থেকে ৭০ টাকা কেজিতে পাইকারী ও খুচরা মূল্যে বিক্রি ও বাজারজাত করে আসছে। পটিয়া ও এর আশপাশ উপজেলায় প্যাকেটজাত বিস্কুট সরবরাহ করে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে সেগুলো পরবর্তীতে দোকান থেকে তুলে এনে প্যাকেট ছিড়ে খোলা বিস্কুট হিসেবে বিক্রি করে আসছে।
এই বিষয়ে পটিয়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি মোঃ ইনামুল হাছান বলেন, নিউজ দেখার পর এটি তার দৃষ্টি গোছর আসলে তিনি এই অভিযান পরিচালনা করেন। এই রকম যদি কোন বিস্কুট কোম্পানী খোলাবাজারে মেয়াদউত্তীর্ণ বিস্কুট বিক্রি করে তাহলে আমরা তাদের বিরুদ্ধে আরও কঠোর হতে বাধ্য থাকব।
+ There are no comments
Add yours