কিছুতেই থামছে না আগ্রাসী যমুনা নদীর ভাঙন। বর্ষা মৌসুম শেষ হলেও অব্যাহত রয়েছে নদী ভাঙন।
অসময়ে নদী ভাঙন দেখা দেয়ায় কিছু বুঝে ওঠার আগেই সহায় সম্বল হারিয়ে নিঃস্ব হচ্ছেন নদী পাড়ের মানুষ। ভাঙনের তীব্রতা এত বেশি যে প্রয়োজনীয় জিনিসপত্র সরিয়ে নেয়ার সুযোগ পাচ্ছে না স্থানীয়রা।
নদী ভাঙন রক্ষায় করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সাজ্জাদ হোসেন। তিনি বলেন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে আপৎকালীন জরুরি অস্থায়ী প্রতিরক্ষামূলক কাজ বাস্তবায়ন করা হয়েছে। নতুন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।
টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে আবারও ভাঙন শুরু হয়েছে। ভাঙনের তীব্রতা বেশি হওয়ায় ঘর বাড়ি ও প্রয়োজনীয় জিনিসপত্র সরিয়ে নেয়ার সুযোগ পাচ্ছে না এলাকাবাসী। ঘর বাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন শতশত মানুষ। টাঙ্গাইলের ১২টি উপজেলার মধ্যে ৪টি উপজেলাই যমুনা নদী বেষ্টিত। চলতি বছর এই উপজেলাগুলোর ৫ শতাধিক মানুষ নদী ভাঙনের কবলে পড়েছেন।
+ There are no comments
Add yours