গুলশান নগর ভবনের ৮ম তলায় অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ৯ সদস্যের এ কমিটিকে ৩ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়েছে।
এ ৯ সদস্যের তদন্ত কমিটি গঠন করে একটি অফিস আদেশ জারি করে ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক জানান, ৯ সদস্যের এ কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে। সেই সঙ্গে অগ্নিকাণ্ডের কারণ চিহ্নিতকরণ, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় এবং পরবর্তী করণীয় বিষয়ে সুপারিশ করতে হবে।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকাল ৭টায় গুলশান-২ এর ৯০ নম্বর সড়কের গুলশান সেন্টার পয়েন্ট ভবনের ৮ তলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সকাল সোয়া ৯টায় আগুন পুরোপুরি নিভিয়ে ফেলেন।
জানা গেছে, ৯ সদস্যের এই কমিটির আহ্বায়ক করা হয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তাকে এবং সদস্য সচিব করা হয়েছে ডিএনসিসির বিদ্যুৎ সার্কেলের নির্বাহী প্রকৌশলীকে।
এছাড়া কমিটির বাকি ৭ সদস্য হলেন, ডিএনসিসির অঞ্চল ৩ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট পারসিয়া সুলতানা প্রিয়াংকা, ডিএনসিসি সিস্টেম অ্যানালিস্ট, অঞ্চল ৩ এর নির্বাহী প্রকৌশলী, টিইসির নির্বাহী প্রকৌশলী, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের বারিধারা স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ ফরহাদুজ্জামান এবং ডিএনসিসির নিরাপত্তা কর্মকর্তা।
+ There are no comments
Add yours