টিসিবির জন্য আনা ২০০ টন পেঁয়াজ পচা

Estimated read time 1 min read
Ad1

চট্টগ্রাম বন্দর দিয়ে সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য আমদানি করা দুই হাজার ৮০০ টন পেঁয়াজের মধ্যে ২০০ টন পচে গেছে। এ পচা পেঁয়াজের দুর্গন্ধে সৃষ্টি হয়েছে জনভোগান্তি।

পচা পেঁয়াজ বাছাই করে ফেলা হয়েছিল চট্টগ্রাম টিসিবি কার্যালয়ের পাশে ডুবারপাড়ে। পচা পেঁয়াজের গন্ধ আশপাশের এলাকায় ছড়িয়ে পড়েছে। টিসিবি চট্টগ্রাম অফিসের প্রধান জামাল আহমেদ গণমাধ্যমকে বলেন, পচা পেঁয়াজ মাটি চাপা দেওয়া হচ্ছে। মাটি চাপা দেওয়া হলে আর গন্ধ ছড়াবে না।

আগস্ট মাসে মোট ১১ লটে দুই হাজার ৮০০ টন পেঁয়াজ কনটেইনারে করে চট্টগ্রাম বন্দরে পৌঁছে। বিভিন্ন ধাপে সেগুলো চট্টগ্রাম বন্দর থেকে সরবরাহকারী প্রতিষ্ঠান খালাস করে। কিন্তু শেষের দিকের ৯টি কনটেইনারে পচা পেঁয়াজ পাওয়া যায়। চট্টগ্রাম টিসিবি জানিয়েছে, বাকি কনটেইনারের পেঁয়াজ ভালো ছিল। পচাগুলো বাছাই করে ফেলে দেওয়া হয়েছে।

টিসিবি বলছে, সরবরাহকারীর ভুলে এ অপচয় হয়েছে। তাই নষ্ট পেঁয়াজের দায়ভার কোনোভাবেই নেবে না টিসিবি। কারণ সরবরাহের শর্তই ছিল ভালো পেঁয়াজ নেওয়া হবে। এতে সরকারের এক টাকাও ক্ষতি হয়নি।

পচা পেঁয়াজের ফলে টিসিবি বা সরকারের এক টাকাও আর্থিক ক্ষতি নেই। পচা পেঁয়াজের সম্পূর্ণ দায়িত্ব সররাহকারী প্রতিষ্ঠানের- যোগ করেন জামাল উদ্দিন।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours