প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার তৃতীয় লিঙ্গের স্বীকৃতি দেয়। ২০১৯ সালে তারা স্বতন্ত্র লিঙ্গীয় পরিচয়ে ভোটাধিকার লাভ করে। বর্তমানে তারা পাসপোর্ট গ্রহণ করছেন নিজস্ব পরিচয়ে।তৃতীয় লিঙ্গের সদস্যরা ওএমএস কার্যক্রমে অগ্রাধিকার পাবেন বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
শুক্রবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল অডিটোরিয়ামে তৃতীয় লিঙ্গের সাংস্কৃতিক সংগঠন কন্নড় এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত কন্নড় সাংস্কৃতিক উৎসবে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা জানান।
খাদ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন কেউ গৃহহীন থাকবে না। সে লক্ষ্যে সরকার গৃহহীনদের আশ্রয়ণ প্রকল্পে ঘর বাড়ি দিচ্ছে। তৃতীয় লিঙ্গের সদস্যরাও ঘর বাড়ি পাচ্ছেন। সামাজিকভাবে তাদের ক্ষমতায়নে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে জীবনমান উন্নয়নে প্রকল্প গ্রহণ করা হয়েছে।
সাধন চন্দ্র মজুমদার বলেন, একটি দল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়, বিশৃঙ্খলা তৈরি করতে চায়। তাদের থেকে সতর্ক থাকতে হবে। এসময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে আহ্বান জানান।
+ There are no comments
Add yours