ডায়াবেটিস রোগীদের নিয়মিত ইনসুলিন ইঞ্জেকশন নিতে হয়। এবার শেষ হতে পারে সেই যন্ত্রণা। শিগগিরই বাজারে আসছে ইনসুলিন ট্যাবলেট। কানাডার ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলম্বিয়ার এক দল বিজ্ঞানী এমনটাই দাবি করেন।
তাদের দাবি, ইনসুলিন ট্যাবলেট ইতোমধ্যে বানানো শেষ। পরীক্ষাও করা হয়েছে। প্রথমে ট্যাবলেটটি ইঁদুরের দেহে প্রয়োগ করা হয়েছে। পরে দেখা গেছে, ওষুধের প্রায় ১০০ শতাংশ লিভারে পৌঁছতে সক্ষম।
বিজ্ঞানী অনুভব প্রতাপ সিংহের নেতৃত্বে হওয়া এই গবেষণায় দাবি করা হয়েছে, ইঁদুরের দেহে প্রয়োগ করার পর দেখা গেছে, ওষুধের প্রায় ১০০ শতাংশই লিভারে পৌঁছতে সক্ষম।
ট্যাবলেটগুলোর থেকে ইনসুলিন পুরোপুরি বেরোতে দুই থেকে চার ঘণ্টা সময় লাগে। সেই তুলনায় ইঞ্জেকশনের মাধ্যমে দেওয়া হলে ৩০ থেকে ১২০ মিনিটের মধ্যেই ছড়িয়ে পড়ে ওষুধ। নতুন তৈরি ট্যাবলেটগুলোও ইঞ্জেকশনের মতো দ্রুত কাজ করে বলে দাবি বিজ্ঞানীদের।
+ There are no comments
Add yours