
আজিজুল হক চৌধুরীঃ
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে পৌরসভার গোমদন্ডী ফুলতল বাজার এলাকায় প্রায় ২ (দুই) কোটি টাকা মূল্যের খাস জমি উদ্ধার করা হয়েছে।
আজ দুপুর ১২ টার দিকে উপজেলা নিবার্হী কর্মকর্তা জনাব আছিয়া খাতুন এর নির্দেশে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোজাম্মেল হক চৌধুরী উপজেলার গোমদন্ডী ফুলতল বাজার এলাকায় বাসস্ট্যান্ড সংলগ্ন ১০ শতক জমি উচ্ছেদ কার্য পরিচালনা করে সরকারের দখলে আনেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার পশ্চিম গোমদন্ডী মৌজার বিএস ১নং খাস খতিয়ানভুক্ত দাগ নং ৯৪৩৮ দাগের ১০ (দশ) শতক জমি দীর্ঘদিন যাবত বেদখল হয়ে ছিল। স্থানীয় বিভিন্ন ব্যক্তি দোকান করে ভাড়া তুলত। ফলে ফুলতল বাজার এলাকায় তীব্র জানযট সৃষ্টি হত তেমনি সরকারের মূল্যবান জমি বেহাত হয়ে ছিল।
+ There are no comments
Add yours