আ.লীগের বর্ধিত সভায় এমপির গায়ে পানির বোতল নিক্ষেপ

Estimated read time 0 min read
Ad1

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় নেতাকর্মীদের সঙ্গে তর্কাতর্কির ঘটনা ঘটেছে।

এ ঘটনায় উপস্থিত নেতারা ক্ষুব্ধ হয়ে বাঁশখালী আসনের সংসদ সদস্য (এমপি) মোস্তাফিজুর রহমান চৌধুরীর দিকে পানির বোতল ও খাবার প্যাকেট ছুড়ে মারেন বলে জানা গেছে।

পরে উপস্থিত কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। শনিবার (৩ সেপ্টেম্বর) চট্টগ্রাম মহানগরীর ষোলশহর এলজিইডি মিলনায়তনে আয়োজিত বর্ধিত সভায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, বর্ধিত সভায় পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী উপজেলার নেতাদের কাছ থেকে সাংগঠনিক বিষয়ে জানতে চান কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন। এসময় বাঁশখালীতে সাংগঠনিক গঠনতন্ত্র অমান্য করে ইউনিয়ন সভাপতি ও সাধারণ সম্পাদকদের বাদ দিয়ে সম্মেলন করা হচ্ছে বলে অভিযোগ করেন উপজেলা সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুর। সেসব সভায় সাধারণ সম্পাদক যাচ্ছেন না বলে সভাকে অবহিত করেন তিনি।

আব্দুল গফুরের বক্তব্যের একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে দাঁড়িয়ে পাল্টা বক্তব্য দিতে শুরু করেন মোস্তাফিজুর রহমান৷ এমন বক্তব্যের পরই দাঁড়িয়ে জেলা নেতাদের নামে বিষাদগার করে বক্তব্য দিতে থাকেন মোস্তাফিজুর রহমান। এরপর জেলা ও উপজেলার আওয়ামী লীগের নেতারা দর্শক সারি থেকে মঞ্চের কাছে গিয়ে এমপি মোস্তাফিজের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে পানির বোতল ও খাবারের প্যাকেট এমপির দিকে ছুড়ে মারেন।

পরে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ বিষয়ে জানতে বাঁশখালী আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours