নির্বাচন কমিশন সচিবালয়ের কাজ করতে ব্যর্থ হওয়ায় গ্রামীনফোন লিমিটেডকে দাখিল করা পারফরমেন্স সিকিউরিটির অর্থ পরিশোধ করতে অনুরোধ জানিয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।
নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার ফারজানা আখতার এ তথ্য জানিয়েছেন।
এ বিষয়ে গ্রামীণফোনকে পাঠানো চিঠিতে বলা হয়, নির্বাচন কমিশন সচিবালয়ের ‘রিমোট এক্সেস ভিপিএন ফর ইসিএস’ কার্যসম্পাদনের জন্য গ্রামীনফোন লিমিটেডের সঙ্গে চুক্তি সম্পাদিত হয়। চুক্তি অনুযায়ী গ্রামীনফোন লিমিটেড যথাসময়ে কার্যসম্পাদনে ব্যর্থ হয়েছে। এজন্য গ্রামীনফোন লিমিটেডের সাথে চুক্তিটি বাতিল করা হয়েছে।
গ্রামীনফোন লিমিটেড কর্তৃক দাখিল করা পারফরমেন্স সিকিউরিটি (এসইবিএস/বিএএসএইচইউ/পিজি/০৬/২০২২, তারিখ : ১০ ফেব্রুয়ারি ২০২২) বাজেয়াপ্তপূর্বক ৮৪ হাজার ২৪০ টাকার সমুদয় অর্থ নির্বাচন কমিশন সচিবের অনুকূলে পরিশোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে।
+ There are no comments
Add yours