সুমন পল্লব হাটহাজারী, চট্টগ্রাম
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নে সরকারহাট বাজার এলাকায় ঘোষ বেকারীতে অস্বাস্থ্যকর পরিবেশ মিস্টি তৈরি, তেলাপোকা পড়া ও বাসী মিস্টি বিক্রি করার দায়ে ৩০ হাজার টাকা জরিমানা ও সর্তক করেন ভ্রাম্যমান আদালত।
সোমবার(৫অক্টোবর) দুপুরে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব রুহুল আমিন
ইউএনও রুহুল আমিন জানান,অভিযানে গিয়ে দোকানদারের নিকট জানতে চাইলাম এটা কি? পোড়া তেল।এটা কেন রেখেছেনআগুন জ্বালানোর জন্য।তাহলে গরম কেন?চুলা থেকে নামাইছে তাই। আগুন জ্বালানোর জন্য রাখছেন তাহলে দোকানের পেছনে ডাস্টবিনে লুকাইছেন কেন??এইটা মিসটেক হয়েছে।৩০ হাজার টাকা জরিমানা এবং সতর্ক করা হয়েছে।সকল দোকানদার ভাইয়ের কাছে অনুরোধ দোকান থেকে ভোক্তা তার নিজের টাকায় পণ্য কিনে ভোগ করেন, ভোক্তার প্রতি যত্নশীল হোন।”
+ There are no comments
Add yours