টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠালো পাকিস্তান

Estimated read time 0 min read
Ad1

এশিয়া কাপে আবারও মুখোমুখি ভারত আর পাকিস্তান। টস জিতলেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। শুরুতে ব্যাট করতে পাঠিয়েছেন প্রতিপক্ষ ভারতকেই।

এই ম্যাচে ভারত একাদশে এসেছে তিনটি পরিবর্তন। পাকিস্তানের বিপক্ষে আগের ম্যাচের নায়ক হার্দিক পান্ডিয়া ফিরেছেন একাদশে, সঙ্গে এসেছেন দীপক হুডা আর রবি বিষ্ণোই। বাদ পড়েছেন দীনেশ কার্তিক, আবেশ খান আর রবীন্দ্র জাদেজা। কার্তিকের অনুপস্থিতিতে উইকেটরক্ষক হিসেবে থাকবেন ঋষভ পান্ত।

এদিকে পাকিস্তান দলে অবশ্য পরিবর্তন আসেনি খুব একটা। পেসার শাহনেওয়াজ দাহানি চোটের কারণে নেই দলে। তার জায়গায় একাদশে এসেছেন পেসার মোহাম্মদ হাসনাইন। বাবর জানালেন, দ্বিতীয়ার্ধে শিশির পড়বে বলে আশা তার, মূলত সে কারণেই টস জিতে নিয়েছেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত।

ভারত:
রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), দীপক হুডা, হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, রবি বিষ্ণোই, আরশদীপ সিং, যুজবেন্দ্র চাহাল

পাকিস্তান:
মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), বাবর আজম (অধিনায়ক), ফখর জামান, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, শাদাব খান, আসিফ আলী, মোহাম্মদ নওয়াজ, হারিস রউফ, মোহাম্মদ হাসনাইন, নাসিম শাহ

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours