ফ্রিল্যান্সারদের জন্য আইএফআইসি ব্যাংকের বিশেষ সেবা

Estimated read time 1 min read
Ad1

বাংলাদেশে কর্মরত ফ্রিল্যান্সারদের উপার্জিত আয় বিদেশ থেকে দ্রুত, নিরাপদে ও নির্বিঘ্নে একাউন্টে নিয়ে আসতে এবং একইসঙ্গে তাদের সব ধরনের ব্যাংকিং সেবা দিতে আইএফআইসি ব্যাংক চালু করল বিশেষ সেবা ‘আইএফআইসি ফ্রিল্যান্সার সার্ভিস প্যাকেজ’।

এ উপলক্ষে রোববার (৪ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর পুরানা পল্টনে অবস্থিত আইএফআইসি টাওয়ারে আয়োজিত হয় উদ্বোধনী অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সালমান এফ রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের প্রচেষ্টায় আজ বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশে পরিণত হয়েছে। কোভিড-১৯ মহামারির সময়ে যখন বিশ্বের অনেক উন্নত দেশ হিমশিম খাচ্ছিল, তখন আমরা টিকে থাকতে পেরেছি, কারণ আমরা ডিজিটাল দেশে পরিণত হতে পেরেছি। এখন আমাদের স্মার্ট বাংলাদেশ হওয়অর সময়, ৪র্থ ইন্ডাস্ট্রিয়াল বিপ্লব হতে চলেছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অ্যাডভান্স রোবোটিক্স, ইন্টারনেট অব থিংস, মেশিন লার্নিং ইত্যাদি প্রযুক্তির ব্যাপারে আমাদের প্রস্তুত হতে হবে। এক্ষেত্রে ফ্রিল্যান্সারদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আগে ফ্রিল্যান্সারদের সামাজিক স্বীকৃতি ছিল না। আমি প্রধানমন্ত্রীর আদেশক্রমে এবং আইসিটি বিভাগ ও বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সহযোগিতায় এই লক্ষ্যে কাজ করেছি এবং তাদের একটি আইডি সিস্টেম চালু করতে সক্ষম হয়েছি।

এই  অ্যাকাউন্টের মাধ্যমে ফ্রিল্যান্সারদের ইনকাম হিস্ট্রি তৈরি হবে, ফলে ফ্রিল্যান্সাররা নানা ব্যাংকিং সুবিধা গ্রহণ করে নিজের এবং দেশের উন্নতি সাধন করতে পারবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংক লিমিটেড-এর চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শাহ এ সারওয়ার, বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটি-র চেয়ারম্যান ড. তানজিবা রহমান, বাংলাদেশ হাইটেক পার্কের ব্যবস্থাপনা পরিচালক বিকর্ণ কুমার ঘোষ, আইএফআইসি ব্যাংকের কর্মকর্তা, বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটি (বিএফডিএস)-এর প্রতিনিধি, ফ্রিল্যান্সার, বিভিন্ন গুণীজন ও সাংবাদিকরা।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours