বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সদস্য পদে মনোনীত হয়েছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
রোববার (০৪ সেপ্টেম্বর) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
গণমাধ্যমে পাঠানো ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ আওয়ামী লীগ সংগঠনের গঠনতন্ত্রের ২৮ (১) ধারা অনুযায়ী দলের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপিকে স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সদস্য পদে মনোনয়ন প্রদান করেছে।
আওয়ামী লীগের দুটি মনোনয়ন বোর্ড রয়েছে। এর একটি হলো সংসদীয় মনোনয়ন বোর্ড, যা জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য আসনভিত্তিক মনোনয়ন চূড়ান্ত করে। অন্যটি হলো স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড, যা মূলত স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড নামে পরিচিত।
তথ্যমতে, এই বোর্ডের সদস্যরা সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভাসহ স্থানীয় সরকারের সকল নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতিকের প্রার্থী নির্ধারণ করেন। আওয়ামী লীগের স্থানীয় সরকারের মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
+ There are no comments
Add yours